• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাস-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ২


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২, ০৬:০৯ পিএম
বাস-সিএনজির সংঘর্ষে নারীসহ নিহত ২

কুলিয়ারচরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভৈরব-ময়মনসিংহ সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নওগা বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ বাসস্ট্যান্ড এলাকার জামাল মিয়ার ছেলে সিএনজি চালক রিফাত মিয়া (২৬)। ভৈরব পৌর শহরের ভাড়া বাসা নিয়ে থাকতেন রিফাত। আরেকজন বত্রিশ ব্রাহ্মণকান্দী এলাকার সমির উদ্দিনের মেয়ে জোহরা বেগম (৬৫)।

আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কুলিয়ারচর উপজেলার নওগা বাসস্ট্যান্ড এলাকায় সকালে ঢাকা টু ময়মনসিংহগামী সৌখিন এক্সপ্রেস বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজির চালিত অটোরিকসার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, ভৈরব-ময়মনসিংহ সড়কে কুলিয়ারচর এলাকায় দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Link copied!