• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

মমতাজ সভাপতি, শহিদ সম্পাদক


সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২২, ০৮:২৫ পিএম
মমতাজ সভাপতি, শহিদ সম্পাদক

সাত বছর পর মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে কণ্ঠশিল্পী সংসদ সদস্য মমতাজ বেগম ও সাধারণ সম্পাদক পদে মো. শহিদুর রহমান শহিদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ জুলাই) বেলা ১১টায় সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব) ফারুক খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সদস্যদ্বয়- আনোয়ার হোসেন, সাহাবুদ্দিন ফরাজী, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার প্রমুখ।

দ্বিতীয় অধিবেশন বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে একক প্রার্থী মমতাজ বেগমের নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক হিসেবে পাঁচজন প্রার্থীর মধ্যে মো. শহিদুর রহমান শহিদ ও ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. সায়েদুল ইসলামের নাম ঘোষণা দেন। সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুল মাজেদ খানকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি করার কথাও বলেন।
 

Link copied!