• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

জেসিআইয়ের সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত


সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১২, ২০২২, ০৮:৪৩ এএম
জেসিআইয়ের সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) মানিকগঞ্জের সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১১ মার্চ) বিকেলে উপজেলার জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গায় ব্যারিস্টার আশরাফ মেমোরিয়াল হাসপাতালে এ সদস্য সভার আয়োজন করেন জেসিআই মানিকগঞ্জ শাখা কমিটির প্রধান ব্যারিস্টার ওলোরা আফরিন। 

ওই সাধারণ সভায় নতুন সদস্যদের সঙ্গে পরিচয় পর্ব শেষ করে ওলোরা আফরিন সংক্ষিপ্ত বক্তেব্যে জেসিআইয়ের উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআইয়ের মানিকগঞ্জ শাখার ভাইস প্রেসিডেন্ট ড সুবর্ণ আহমেদ, সেক্রেটারি জেনারেল মাহিজেবীন সামস্-ই মফিজ, ট্রেজারার মসরুর আরমান এবং জেনারেল লিগ্যাল কাউন্সিল তানজিনা খান মলিস।

জেসিআই ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সামাজিক সংগঠন। জেসিআইয়ের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম চালু রয়েছে। বিশ্বব্যাপী এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। জেসিআই মানিকগঞ্জ ইতিমধ্যে স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি নামে একটি প্রকল্প সম্পন্ন করেছে।
 

Link copied!