• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

বড়ি খেয়ে একসঙ্গে মা-মেয়ের মৃত্যু


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১০:০৯ এএম
বড়ি খেয়ে একসঙ্গে মা-মেয়ের মৃত্যু
ছবি : সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে গ্যাসের বড়ি খেয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার ১১ নম্বর মরিচা ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ববিতা রানী (২৪) ও তার ৭ বছর বয়সী মেয়ে তন্বী রানী। ববিতা রানীর স্বামী রতন চন্দ্রের গ্রামের বাড়ি দুর্লভপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ববিতা রানী গ্যাস ট্যাবলেট সেবন করেন এবং তার মেয়ে তন্বী রানীকেও খাইয়ে দেন। পরে পরিবারের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।

প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, পারিবারিক কলহের কারণেই আত্মহত্যার বিষয়টি হতে পারে। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

Link copied!