নির্বাচন কমিশনের (ইসি) কাছে ‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করা দলের প্রধান উজ্জল রায়ের সম্পর্কে চমকপ্রদ তথ্য পাওয়া গেছে। তার দল গঠন নিয়েও এলাকায় চলছে নানা গুনজন। তাকে এলাকার মানুষ উজ্জল রায় নয় চেনে ‘ভিভিড সাহা’ নামে।
তার বাবা-মা দাবি করেছেন, ছেলে উজ্জল রায় একজন মানসিক রোগী। গত ৪-৫ দিন ধরে তিনি বাড়িতে নেই। তারা জানেন না ছেলে কোথায় আছে। গত সোমবার (২৪ মার্চ) উজ্জল রায় (২৬) নামে একজন “আওয়ামী লিগ” নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন (ইসি) কাছে আবেদন করেন।
উজ্জল রায় ওরফে ভিভিড সাহার বাড়ি পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে। তার বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রানী। তাদের বাড়ি গেটে লেখা রয়েছে ‘সাহা পরিবার’।
বুধবার দুপুরে তাদের বাড়িতে গিয়ে কথা হয় উজ্জল রায়ের বাবা-মায়ের সঙ্গে। ভিভিড সাহার বাবা নরেশ চন্দ্র বলেন, আমার দুই ছেলে ও এক মেয়ে। বড় ছেলে কনক চন্দ্র ইউএডিপিতে চাকরি করেন। মেয়ে প্রতীমা রানীকে বিয়ে দিয়েছেন দিনাজপুরে। ছোট ছেলে ভিভিড সাহা ৪ বার ফেল করে এসএসসি পাস করেছে। সে মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেন। আমার ছেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজ কুমার রায়ের অধীনে চিকিৎসা নিচ্ছে।
ভাই কনক চন্দ্রের পাঠানো আরও একটি ছবি পাওয়া যায়। সেখানে উজ্জলকে অসুস্থ হিসেবে দেখা যায়। বাবা নরেশ চন্দ্র রায় (৬৫) বলেন, জানি না উজ্জল কীভাবে, কেন বা কার পাল্লায় পড়ে এই কাজ করেছেন। কিন্তু এলাকার মানুষ তাকে হাজার হাজারো প্রশ্ন করছেন।
এ ব্যাপরে জানতে চাইলে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না। আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য নেই।