• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

যুবককে গলা কেটে হত্যা


চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৫, ০৮:৪৮ এএম
যুবককে গলা কেটে হত্যা
ছবি : সংগৃহীত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব চিতোষী মনিপুর গ্রামে আলমগীর নামে (৩৫) এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) রাত ৮টায় চিতোষী পূর্ব ইউনিয়নের মনিপুর গ্রামের প্রতিবেশী প্রবাসী আবুল হোসেনের বাড়ির ছাদে ঘটনা ঘটে। আলমগীর হোসেন ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

প্রবাসী আবুল হোসেনের স্ত্রী খোদেজা বেগম জানান, রাত ৮টায় তার দেবর নজরুল ইসলাম শিপন দৌড়ে এসে বাসায় ছাদে চোর এসেছে বলে জানালে তিনি ছাদে উঠে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করে পরে আমরা সেখানে গিয়ে এ দৃশ্য দেখতে পাই।

খোদেজা বেগম আরও বলেন, এ সময় বাসায় গেট বন্ধ ছিল, ছাদে ওঠার বিকল্প কোনো পথ নেই, তবে গাছ দিয়ে ছাদে ওঠা যায় বলে ধারণা করছেন।

শাহরাস্তি মডেল থানার ওসি আবুল বাসার জানান, হত্যার রহস্য উন্মোচনে কাজ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Link copied!