• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৫, ০৪:১০ পিএম
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধ ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (১৭ মার্চ) সকাল নয়টার দিকে গাজীপুর ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন আলেমা নিটওয়ার লিমিটেডের শ্রমিকরা।

তাদের অভিযোগ, কারখানার তিন শতাধিক শ্রমিক প্রতি মাসে ঠিকমতো বেতন পান না। গত মাসের বেতন এখনো পাননি। আবার কারখানার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন দেওয়ার সময় হলেই কর্তৃপক্ষ গড়িমসি করে।

গাজীপুর শিল্প-২ এর পুলিশ সুপার কেএম জহিরুল ইসলাম জানান, ওই কারখানার তিন শতাধিক শ্রমিক পেয়ারাবাগান বাসস্ট্যান্ড থেকে গাজীপুর বাইপাস মোড়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ ঘটনার আশেপাশের অন্তত ১২টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এদিকে শ্রীপুরের কেওয়া নতুন বাজার এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন সোলার সিরামিক নামে একটি কারখানার শ্রমিকরা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে তারা রাস্তায় নেমেছেন। তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরানোর চেষ্টা চলছে।

Link copied!