• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

সরকারি কর্মকর্তার গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৫, ০৪:০৬ পিএম
সরকারি কর্মকর্তার গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা

নাটোরের সিংড়ায় মো. সাবিউল ইসলাম নামের এক সরকারি কর্মকর্তার প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে। সাবিউল নিজেকে গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নিবার্হী প্রকৌশলী বলে পরিচয় দিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চলাকালে সাবিউলের গাড়িতে এই টাকা পাওয়া যায়। তবে নির্বাহী প্রকৌশলী পুলিশের কাছে দাবি করেন— গাড়িতে থাকা টাকাগুলো জমি বিক্রির টাকা।

পুলিশ জানিয়েছে, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার রাজশাহী যাচ্ছিল। এ সময় বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকায় চেকপোস্টে যানবাহন তল্লাশির অংশ হিসেবে প্রাইভেট কারটিও তল্লাশি করে পুলিশ। এ সময় প্রাইভেট কারের ব্যাকডালার মধ্যে বিপুল পরিমাণ টাকা দেখতে পান পুলিশ সদস্যরা। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন। পরে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার টাকাসহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম বলেন, “নির্বাহী প্রকৌশলী বলেছেন এগুলো তার জমি বিক্রির টাকা। এগুলো যাচাই-বাছাই হবে। যা সময় সাপেক্ষ ব্যাপার। আমরা তাকে আটক করিনি। পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে তা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

Link copied!