মাঝপথে ময়মনসিংহের ত্রিশালে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। এ কারণে শনিবার (৮ মার্চ) সকাল ১০টা থেকে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপার বলেন, ‘আজ সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের ধলা ও আউলিয়া নগরের মাঝামাঝি এলে আগুনের ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আশা করছি, কিছুক্ষণের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’