• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০৮:৩৩ পিএম
সীমান্তে ভারতীয়দের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কানাইঘাটে সীমান্তে ভারতীয় চোরাকারবারীদের গুলিতে সাহেদ মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (৭ মার্চ) ভোরে কানাইঘাটের মঙ্গলপুর গ্রামে সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আউয়াল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম সাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।  

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, নিহত সাহেদ মিয়া চোরাকারবারির সঙ্গে জড়িত। দুদেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কানাইঘাট থানার ওসি আউয়াল মিয়া বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ দেশে নিয়ে আসা হবে। প্রস্তুতি চলছে।”

Link copied!