নাটোরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে শহরের হরিশপুর একতার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে একতার মোড়ে টিসিবির পণ্য সংগ্রহের জন্য নারী-পুরুষ ভিড় জমান। এ সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়ে ওমর আলী নামে এক ব্যক্তি তাদের লাইন থেকে সরে যেতে বললে উত্তেজনা দেখা দেয়। এসময় উপস্থিতির মধ্যে মেহের আলী নামের একজনকে মারধর করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে ট্যাগ অফিসার আব্দুর রাজ্জাক বলেন, “শান্তিপূর্ণভাবে পণ্য বিতরণ চলছিল। কিন্তু অতিরিক্ত ভিড়ের কারণে লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। এতে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।”
নাটোর থানার উপপরিদর্শক (এসআই) অপু বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। তারপরও অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”