• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

প্রথমবারের মতো নিজের তৈরি বিমান উড়িয়ে তাক লাগালেন জুলহাস


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০৪:৪৭ পিএম
প্রথমবারের মতো নিজের তৈরি বিমান উড়িয়ে তাক লাগালেন জুলহাস

প্রথমবারের মতো দেশের আকাশে নিজের তৈরি বিমান উড়িয়ে তাক লাগিয়ে দিয়েছেন মানিকগঞ্জের শিবালয়ের জাফরগঞ্জ এলাকার জুলহাস মোল্লা। টানা চার বছরের চেষ্টায় আরসি বিমান তৈরি করেন জুলহাস মোল্লার।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে বিমানটি সফলভাবে উড্ডয়ন করা হয়। জুলহাসের বিমান উড্ডয়ন দেখতে যমুনার তীরে ভিড় করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা নানা বয়সী শত শত মানুষ।

জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় বাড়ি হলেও নদীভাঙনের কারণে বর্তমানে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় পরিবারসহ বসবাস করছেন জুলহাস।

তেওতা এলাকার বাসিন্দা সবুজ বলেন, “অত্যন্ত গ্রাম অঞ্চলের একটি ছেলে অসাধ্যকে সাধন করার মতো একটি কাজ করল। অনেক সাধনার পর এইটি উড়াতে পাড়ল। বাংলাদেশের অনেকেই চেষ্টা করেছেন কিন্তু কেউ উড়াতে পারে নাই। এই ছেলেটি উড়াতে পেরেছে। এটা আমাদের এলাকার গর্ব।”

একই এলাকার সজিব বলেন, “এর আগে জাফরগঞ্জে কেউ তৈরি করতে পারে নাই। জুলহাস ভাই-ই প্রথম তার জন্য আমরা সবাই দোয়া করি সে যেন বড় কিছু করতে পারে। তিনি আমাদের বড় ভাই। সরকারের কাছে একটাই আবেদন তার দিকে যেন সুনজর দেওয়া হয়। তার পেছনে শ্রম দিলে তিনি অনেক বড় কিছু করবেন।”

জুলহাস জানান, এর আগে কয়েকটি বিমান তৈরি করলেও সফলতা পাননি। অতঃপর এই বিমানটি তৈরি করে দেশের মধ্যে তিনিই প্রথম সফলভাবে উড়িয়েছেন। বিমানটি তৈরি করতে দেশীয় প্রযুক্তি পানির পাম্প, টেম্পুর চাকাসহ অন্যান্য দেশীয় যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা জানান, জুলহাসের গবেষণা কাজে সরকার সহযোগিতা করবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সহযোগিতা করে তাকে উৎসাহ দেয়া হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!