সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আদিবাসী এক নারীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ মার্চ) সকালে অভিযোগের পরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস ও একই গ্রামের মৃত আবদুল হাসিমের ছেলে আলা উদ্দিন।
পুলিশ জানায়, কোম্পানীগঞ্জের গুচ্ছগ্রামের এক আদিবাসী নারীকে অপহরণ করে ধলাই নদীর তীরবর্তী উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কালাইরাগ এলাকার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার ও ভিকটিমকে হাসপাতালে ভর্তি করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্তরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) তাদের আদালতে হাজির করা হবে। ভুক্তভোগী নারীকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।