• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

আদালতে জামিন নিতে এসে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০৭:৪৯ পিএম
আদালতে জামিন নিতে এসে আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) দুপুরে আদালতে স্থায়ী জামিন নিতে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। গত বছরের ১৮ অক্টোবর দায়ের করা একটি মামলায় অজ্ঞাতপরিচয়ে আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন- ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শহিদুল হক খান পান্না, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা হয়। এ ঘটনায় আসামিরা আদালত থেকে জামিন নিয়েছিলেন। পরে জেলা জজ আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন আবেদন করেন তারা। আদালত আজ তাদের জামিন শুনানির দিন ধার্য করেন। এ খবর পেয়ে আদালত প্রাঙ্গণে ভিড় করতে থাকেন বিএনপি’র নেতাকর্মীরা। আসামিদের গ্রেপ্তারের দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল করে ছাত্রদল।

আদালত থেকে আওয়ামী লীগ নেতারা বের হওয়ার সময় বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খান মো. আলাউদ্দীনকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং অন্য চারজনকে নাশকতায় মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।

Link copied!