কুমিল্লার ডেনিম প্রসেসিং প্লান্ট (ডিপিপিএল) নামের একটি পোশাক কারখানাসহ, পাশের একটি ব্রিকফিল্ড আরএনআর অটো ব্রিকস অ্যান্ড সিরামিক্সে হামলার ঘটনার প্রতিবাদে রোববার (২ মার্চ) সকালে বিক্ষোভ করেছেন ব্রিকফিল্ডের শ্রমিকরা।
গত ২৮ ফেব্রুয়ারি আংশিক বকেয়া বেতন আদায় করতে গিয়ে ডিপিপিএলের শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায় এবং কারখানার পরিচালক মোহাম্মদ আলমগীর হোসাইনসহ কয়েকজন ম্যানেজারের ওপর তারা চড়াও হয়। এ সময় পরিচালক মোহাম্মদ আলমগীরকে তারা আহত করে। একপর্যায়ে বহিরাগতদের নিয়ে হামলকারী শ্রমিকরা পাশে থাকা আরএনআর সিরামিক্স নামের একটি ব্রিকফিল্ডে গিয়ে কর্মকর্তার অফিসরুমের তালা ভাঙার চেষ্টা করে। তারই প্রতিবাদে ব্রিকফিল্ডের শ্রমিকরা রোববার চান্দিনা থানার সামনে গিয়ে বিক্ষোভ করেছে।
আরএনআর সিরামিক্সের পরিচালক হাবিবুর রহমান সংবাদ প্রকাশকে জানান, সেদিন ডিপিপিএলে হামলাকারী দলটিই তাদের অফিসে এসে তালা ভাঙার চেষ্টা করে। তিনি বলেন, “পোশাক কারখানা আলাদা আর ব্রিকফিল্ড আলাদা। কিন্তু তারপরও উচ্ছৃংখল শ্রমিকরা বাইরের লোকজন নিয়ে এসে গত শুক্রবার আমার অফিসের তালা ভাঙার চেষ্টা করে। এ সময় তারা আমার প্রাণনাশেরও হুমকি দেয়। তো এটা ব্রিকফিল্ডের শ্রমিকরা শুনে খেপে গিয়েছে। তাই তারা ওই ঘটনার বিচার দাবি করছে।”
ব্রিকফিল্ডের শ্রমিকদের দাবি, তাদের অফিসে যারা হামলা চালিয়েছে, তারা এলাকারই লোক। সবাই তাদের চেনে। তাদের দ্রুত সময়ের ভেতর আইনের আওতায় এনে বিচার করতে হবে।
শুক্রবার কারখানা ও ব্রিকফিল্ডে হামলার পর এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আর কারখানার মালিক ও শ্রমিকদের ভেতর সমঝোতা না হওয়া পর্যন্ত কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার খবরটি নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত কারখানায় হামলা ও কর্মকর্তাকে আহত করার জন্য কারখানা কর্তৃপক্ষ মামলা করার চেষ্টা করে যাচ্ছেন। অন্যদিকে ব্রিকফিল্ড কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় জিডি করেছে।