• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

লোহাগড়ায় বিদেশি পিস্তলসহ দুই ভাই গ্রেপ্তার


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৪:০১ পিএম
লোহাগড়ায় বিদেশি পিস্তলসহ দুই ভাই গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় অবৈধ একটি পিস্তল, ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ বাবুল শেখ (৪২) ও বিপুল শেখ (৩৫) নামে আপন দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বাবুল শেখ ও বিপুল শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে লোহাগড়া পৌরসভার কুন্দসী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুল ও বিপুল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি করলে আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, “একটি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ বাবুল ও বিপুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে লোহাগড়া থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। তবে বাবুল শেখের নামে থানায় এর আগে মাদকসহ ১৭টি মামলা রয়েছে এবং বিপুল শেখের নামে থানায় দুটি মামলা রয়েছে।”

Link copied!