পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ০৯:০৯ এএম
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
কনকনে ঠান্ডায় কাঁপছে পঞ্চগড়ের জনপদ। ছবি: সংগৃহীত

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। মাঘের শেষ সময়ে এসে কনকনে ঠান্ডায় কাঁপছে জনপদ। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৬টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে উঠানামা করলেও শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। এতে জেলার নিম্ন আয়ের মানুষ চরম বিপাকে পড়েছেন। সকালে ব্যস্ততম সড়কগুলোতে মানুষের উপস্থিতি কমে গেছে।

সরেজমিনে দেখা গেছে, বিরূপ আবহাওয়ার কারণে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘রাতে ও সকালে তাপমাত্রা কমে গেলেও দিনের তাপমাত্রা বাড়ছে। গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।’

Link copied!