• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

নিখোঁজের ১০ দিন পর পুকুরে পাওয়া গেল মরদেহ


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৬:৫৬ পিএম
নিখোঁজের ১০ দিন পর পুকুরে পাওয়া গেল মরদেহ
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে আয়নাল হোসেন (৩৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আয়নাল কামারপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। তিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পৌর এলাকার শেরনগর গ্রামের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় লুকেন মন্ডল জানান, সকালে নৌকা নিয়ে পুকুরে মধ্যে কচুরিপানা কাটতে যাই, হঠাৎ মানুষের মতো হাত দেখতে পাই। পরে বিষয়টা স্থানীয় লোকদের জানিয়ে পুলিশকে খবর দিই। সেখান থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতের ভাই ময়নাল হোসেন বলেন, “আমার ভাই মানসিকভাবে একটু অসুস্থ ছিল। পারিবারিকভাবে তার শ্বশুরবাড়ির সঙ্গে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলছিল। কিছুদিন আগে তার শ্বশুরবাড়ির লোকজন মারধর করেছে আমার ভাইকে।”

এ বিষয়ে বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকেরিয়া বলেন, “পুকুরের মধ্যে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দিলে আমরা সেখানে গিয়ে উদ্ধার করি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!