• ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

ট্রাকে তুলে তরুণীকে ধর্ষণ, চালকের আমৃত্যু কারাদণ্ড


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৬:২৮ পিএম
ট্রাকে তুলে তরুণীকে ধর্ষণ, চালকের আমৃত্যু কারাদণ্ড
সিরাজগঞ্জের আদালত প্রাঙ্গণে দণ্ডপ্রাপ্ত সোহেল রানা। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জে ট্রাকে প্রতিবন্ধী এক তরুনীকে ধর্ষণের দায়ে সোহেল রানা (৩২) নামের এক ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় প্রদান করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আদালত ট্রাকচালককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। অপর আসামি ট্রাকচালকের সহকারী মামলা চলাকালে ২০২৩ সালের ১২ মে জেল হাজতে মৃত্যু বরণ করেন।

দন্ডপ্রাপ্ত ট্রাকচালক সোহেল রানা বগুড়া জেলা সদরের আশোকোলা দক্ষিণ পাড়া গ্রামের মনসুর আলীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২২ জুন করোনা ভাইরাসের কারণে লকডাউন চলছিল। একারণে স্বাভাবিক যানবাহন চলাচল বন্ধ ছিল। চন্দ্রা থেকে প্রতিবন্ধী তরুণীসহ দুইজন পুরুষ যাত্রী নিয়ে ট্রাকচালক সোহেল রানা ও সহকারী ওয়াহাব শেখ তাদের ট্রাক বগুড়ার উদ্দেশে রওনা হয়।

ট্রাকটি সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচক্কর পার হলে ট্রাকচালকের সহকারী যাত্রীদের জানান ট্রাকটি নষ্ট হয়ে গেছে সারতে সময় লাগবে। এসময় ট্রাকের পুরুষ দুই যাত্রী নেমে যান। তবে ওই তরুণী ট্রাকের কেবিনের মধ্যে থেকে যায়।

পরে ট্রাকচালক সোহেল রানা ও হেলপার ওয়াহাব তরুণীকে ধর্ষণ করেন। এসময় তরুণীর চিৎকারে ট্রাকের যাত্রী ইউনুস আলী ধর্ষণের ঘটনা তার মোবাইলে ভিডিও ধারন করেন। পরে ইউনুস আলী ৯৯৯ ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় থেকে ট্রাকচালক ও তার সহকারী গ্রেপ্তার করে ট্রাকটি জব্দ করে। এঘটনায় ধর্ষণের শিকার তরুণীর বাবা বাদী হয়ে যমুনা সেতু পশ্চিম থানার মামলা করেন। মামলা চলাকালে ১৭ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ ও প্রমানের ভিত্তিতে আদালত রায় দেন।

Link copied!