• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০, ৩ শাওয়াল ১৪৪৬

পুলিশ লাইনসের ব্যারাক থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৯:০৬ এএম
পুলিশ লাইনসের ব্যারাক থেকে নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

পটুয়াখালী পুলিশ লাইনসের ব্যারাক থেকে তৃষা বিশ্বাস (২২) নামের এক নারী কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৭টায় তৃষা বিশ্বাসের মরদেহ উদ্ধার করা হয়।

তৃষা মাদারীপুর জেলার ঢাসার থানার পূর্ব কমলাপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের মেয়ে। তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে চাকরিতে যোগ করেন।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমাদ মাইনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পারিবারিক কারণে তৃষা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আহমাদ মাইনুল হাসান আরও জানান, কয়েক দিন আগে ওই নারী কনস্টেবল চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসা নেননি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!