• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

কন্যাসন্তানের বাবা হলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাব্বি


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৪, ০৯:২৬ এএম
কন্যাসন্তানের বাবা হলেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রাব্বি

কন্যাসন্তান জন্ম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাগুরা জেলা ছাত্রদলের নেতা নিহত মেহেদী হাসান রাব্বির স্ত্রী রুমি খাতুন।  বুধবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে শহরের বেসরকারি একটি প্রাইভেট হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা-ঢাকা মহাসড়কে গুলিতে প্রাণ যায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির (৩৪)। তিনি মাগুরা সদর উপজেলার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে।

নিহত রাব্বির ভাই ইউনুস আলী জানান, রাব্বির স্ত্রী রুমি খাতুন সন্তানসম্ভবা ছিলেন। বুধবার রাতে ঘর আলো করে কন্যাসন্তান জন্ম দিয়েছেন তার ভাইয়ের স্ত্রী। আফসোস মেয়েকে দেখে যেতে পারল না ভাই। সন্তানও কোনো দিন দেখতে পারবে না বাবাকে। নবজাতক ও তার মা সুস্থ রয়েছে। 

শহীদ রাব্বির সন্তান, স্ত্রী ও পরিবারের সদস্যদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

জানা গেছে, গত ৪ আগস্ট আন্দোলন চলাকালে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদ এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা। পাশে ঢাকা রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মেহেদী হাসান। তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হয়।

এ ঘটনায় নিহত মেহেদীর ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরার সাবেক দুই সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদারসহ ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে রাব্বির মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!