• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিদ্ধিরগঞ্জে হাসিনা, কাদেরসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৭:০০ পিএম
সিদ্ধিরগঞ্জে হাসিনা, কাদেরসহ ৬১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে মুরসালিন আলম (২২) নামের একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। মামলায় ৬১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেন

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (৬০), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (৬০), সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (৬০), আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ (৬০), সাবেক এমপি শামীম ওসমান (৫৫), শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমান (৬০) ও সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ (৫০)।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মুরসালিনদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। প্রাণরক্ষায় ভুক্তভোগী স্থান ত্যাগ করার চেষ্টাকালে তার কোমর এবং দুই পায়ে গুলি লাগে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

Link copied!