• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাদক মামলায় হিরু আলমের যাবজ্জীবন


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৯:৫৬ পিএম
মাদক মামলায় হিরু আলমের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় করা মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডলকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত হিরু আলম সিদ্ধিরগঞ্জের মো. আ. রশিদ মন্ডলের ছেলে।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম বলেন, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরু আলম ওরফে হিরু মন্ডলকে ইয়াবাসহ আটক করে র‌্যাব। পরে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়। আদালত সাতজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

Link copied!