• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৪, ০৫:৪১ পিএম
শিশু হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

নড়াইলে ১০ বছরের শিশু শাহিন হত্যার দায়ে একই পরিবারের ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমনানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. শাজাহান আলী এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) কাজী জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন লোহাগড়া উজেলার নলদী ইউনিয়নের কালাচানপুর গ্রামের সৈয়দ জাহাঙ্গীর ও তার দুই ছেলে সৈয়দ লিটন ও জাহিদুর রহমান মিঠু। একই গ্রামের ওমর আলীর পুত্র শিমুল মল্লিক ও তার মা শামীমা বেগম।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে লোহাগড়ার কালাচাঁদপুর গ্রামের শওকত ফকির কয়েকবছর আগে জাকির মুন্সির কাছ থেকে ১৫ শতক জমি কেনেন। এই জমি নিয়ে বাধা সৃষ্টি করেন প্রতিবেশী শিমুল মুন্সী। এ নিয়ে দুই পক্ষের বিরোধের সৃষ্টি হয়। এর এক পর্যায়ে আসামিরা শিশু শাহিনকে হত্যা করে হাত-পা বেঁধে ডোবায় ফেলে দেন। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শিশু শাহিনের পচা লাশ উত্তোলন করে পুলিশ। এ ঘটনায় ২০১৫ সালের ১ অক্টোবর শিশু শাহিনের চাচা মিজানুর রহমান বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি এবং হত্যামামলা সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।

Link copied!