• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জমির বিরোধে টেঁটা নিয়ে সংঘর্ষ, আহত ১২


নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৪:১১ পিএম
জমির বিরোধে টেঁটা নিয়ে সংঘর্ষ, আহত ১২

নরসিংদীর রায়পুরা উপজেলায় জমি নিয়ে পূর্ব বিরোধ কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপুর গ্রামে মনসুর আলী বাড়ি ও সাবুদ আলীর বাড়ির বংশের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত ১২জন আহত হয়েছেন।  

মনসুর আলী বাড়ির পক্ষের আহতরা হলেন, কালিকাপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে মকবুল হোসেন (২৫), মৃত সাদত আলীর ছেলে আশরাফ আলী (৪৫), মৃত মুক্তিযোদ্ধা শুক্কুর আলীর ছেলে জহিরুল ইসলাম (২৫) ও ছায়দুল ইসলাম (২৫), শুক্কুর আলীর স্থী আমেনা বেগম (৬০), বাচ্চু মিয়ার স্ত্রী সখিনা বেগম (৫০)।

সাবুদ আলীর বাড়ির পক্ষের আহতরা হলেন, মস্তু মিয়ার ছেলে মোখলেস (৫০), আলী আজমের ছেলে নাজীর মিয়া (৪৫), মৃত কালু মিয়ার ছেলে লাক মিয়াসহ (৪২) আরও কয়েকজন।

আহতদের মধ্যে মকবুল মিয়া চোখের ওপরে ককটেল বিস্ফোরণের আঘাত পেয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এছাড়া অন্যরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়া পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!