• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মন্দির থেকে শিবলিঙ্গ নিয়ে পালালেন যুবক


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৩:২৯ পিএম
মন্দির থেকে শিবলিঙ্গ নিয়ে পালালেন যুবক

ময়মনসিংহ নগরের একটি শিবমন্দির থেকে শিবলিঙ্গ চুরির ঘটনা ঘটেছে। রোববার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে নগরের কোতোয়ালি থানাসংলগ্ন ভাঙামঠ শিবমন্দিরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মন্দিরটিতে শতবর্ষ পুরোনো দুটি শিবলিঙ্গ ছিল। এর মধ্যে একটি বড় ও একটি ছোট। ছোট শিবলিঙ্গটি চুরি হয়েছে।

মন্দিরটির পুরোহিত দুলাল ভট্টাচার্য বলেন, দিনের পূজা শেষে গতকাল দুপুর ১২টার দিকে তিনি বাসায় চলে যান। বেলা ২টার দিকে এসে দেখেন মন্দিরের সব ঠিকঠাক আছে। কিন্তু বিকেল ৪টার পর মন্দিরে এসে দেখেন ছোট শিবলিঙ্গটি নেই। পরে আশপাশের দোকানের সিসিটিভির ফুটেজ দেখা যায়, লাল গেঞ্জি ও জিনস প্যান্ট পরা এক যুবক কাঁধে শিবলিঙ্গ নিয়ে মন্দির থেকে বের হয়ে রিকশায় চড়ে চলে যান। তার এক হাতে লাল রঙের শপিং ব্যাগ ছিল।

এ ঘটনায় গতকাল সন্ধ্যার পর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মন্দিরের পুরোহিত দুলাল ভট্টাচার্য বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ইতিমধ্যে থানায় মামলা হয়েছে। শিবলিঙ্গটি উদ্ধারে চেষ্টা চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!