• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

৪ ঘণ্টা পর টিস্যু পেপারের গুদামে আগুন নিয়ন্ত্রণে


নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ১১:০৪ এএম
৪ ঘণ্টা পর টিস্যু পেপারের গুদামে আগুন নিয়ন্ত্রণে

আগুন লাগার ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পেপার ও পলপ তৈরির কারখানায় লাগা আগুন। সোমবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায়  আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে ভোর ৫টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় কারখানাটিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুন কীভাবে লেগেছে তাৎক্ষণিক জানা যায়নি। এ ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে নেভানোর কাজে অংশ নেন তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও বলা যাচ্ছে না। তাছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন কিনা তাও জানা যায়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!