• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

আরাকান আর্মির হাতে বন্দী ১ জেলের মরদেহ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ০৮:১১ এএম
আরাকান আর্মির হাতে বন্দী ১ জেলের মরদেহ উদ্ধার

দুই দিন আগে কক্সবাজারের উখিয়ার নাফনদী থেকে থেকে মাছ ধরার সময় পাঁচ জেলেকে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে। যার মধ্যে শনিবার (১৬ নভেম্বর) সকালে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অপর ৪ জনের এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।

মৃত ছৈয়দুল বশর ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

নিখোঁজ চার জেলে হলেন, পূর্ব ফারিরিবিল এলাকার মনজুর আলমের ছেলে মোহাম্মদ ইউছুফ, নুর মোহাম্মদের ছেলে লুৎফুর রহমান, জিয়াবিল হকের ছেলে সাইফুল ইসলাম এবং মুহাম্মদ আবদুল্লাহর ছেলে ইউছুফ জালাল।

চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, গত ১৪ নভেম্বর ৫ জন বাংলাদেশি নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানা গেছে। এর মধ্যে শনিবার পাওয়া যায় একজনের মরদেহ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, সকালে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় নাফ নদীতে একটি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তাদের কাছ থেকে বিষয়টি জানার পর মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) যারীন তাসনিম তাসিন জানিয়েছেন, মাছ শিকারে গিয়ে দুদিন আগে ৫ জন বাংলাদেশি অপহরণ হয়। এদের মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

Link copied!