• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাথরবোঝাই ট্রাকে মিলল ২৮০ বস্তা ভারতীয় চি‌নি, যুবক আটক


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৪, ০৮:৪১ এএম
পাথরবোঝাই ট্রাকে মিলল ২৮০ বস্তা ভারতীয় চি‌নি, যুবক আটক
প্রতীকী ছবি

সিলেটে পাথরবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২৮০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় আকবর মিয়া (৪২) নামের এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আকবর মিয়া জালালাবাদ থানার আঙ্গারুয়া (পোড়াবাড়ী) এলাকার এলাইছ মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নগরের শাহপরান থানার মুরাদপুর এলাকায় সড়কে তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় মুরাদপুরের দিকে আসা পাথরবোঝাই একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। সন্দেহবশত ট্রাকের পাথর সরাতেই পলিথিনে মোড়ানো ২৮০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া-হাকুরবাজার সড়কে স্থানীয় লোকজনের সহায়তায় সন্ধ্যায় ভারতীয় চিনিভর্তি দুটি পিকআপ ভ্যান আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম। উপজেলার পশ্চিম আলীরগাঁও ও ডৌবাড়ী ইউনিয়নের সীমান্তের হাকুরবাজার এলাকা থেকে গাড়িগুলো জব্দ করা হয়।

ইউএনও মো. তৌহিদুল ইসলাম জানান, গাড়ি দুটিতে ১২০ বস্তা চিনি পাওয়া যায়। এ ঘটনায় নিয়মিত মামলা করা হয়েছে।

Link copied!