• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্যালকের শাবলের আঘাতে ভগ্নীপতির মৃত্যু


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৪, ০৭:৫২ পিএম
শ্যালকের শাবলের আঘাতে ভগ্নীপতির মৃত্যু

শেরপুরের নালিতাবাড়ীতে বাড়ির আঙিনায় বেড়া দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্যালকের শাবলের আঘাতে মজিবুর রহমান (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পৌর শহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার (১৫ নভেম্বর) অভিযান চালিয়ে অভিযুক্ত শ্যালক শ্যালক ইউনুস আলীকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত মজিবুর রহমান উপজেলার কালিনগর গ্রামের মৃত মেরু মিয়ার ছেলে। আর অভিযুক্ত ইউনুস আলী একই গ্রামের মকবুল হোসেনের ছেলে।

পুলিশ, নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর মহল্লায় মজিবুর রহমান ও তার শ্যালক ইউনুস আলী পাশাপাশি বাড়িতে বসবাস করতেন। তিন বছর আগে ইউনুসকে রেখে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে রাজধানীতে কাজের সন্ধানে চলে যান। এরপর থেকে ইউনুস একাই বাড়িতে বসবাস করতেন।

বৃহস্পতিবার বিকেলে ইউনুস তার বাড়ির আঙিনার ওপর দিয়ে মানুষের চলাচল বন্ধের জন্য বাঁশের বেড়া দিতে যান। ওইসময় পাশের বাড়িতে থাকা মজিবুর বেড়া দিতে নিষেধ করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউনুস শাবল দিয়ে মজিবুরের মাথায় আঘাত করেন। এতে মজিবুর গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। এ সময় বাড়িতে থাকা স্বজনরা দ্রুত আহত মজিবুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সন্ধ্যায় মজিবুরকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন। শেরপুর নিয়ে যাওয়ার পথে গাজীরখামার এলাকায় মজিবুরের মৃত্যু হয়।

এ দিকে ঘটনার পর ইউনুস আলী বাড়ি থেকে পালিয়ে যান। পরে পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার রাত ৯টার দিকে মজিবুরের লাশ উদ্ধার করে নালিতাবাড়ী থানায় নিয়ে যায়। শুক্রবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ছেলে শুক্রবার বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। পরে সকালে অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত ইউনুসকে আটক করে।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার ওই ঘটনায় মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউনুসকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

Link copied!