• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাগেরহাটে পৃথক ঘটনায় দুজনকে হত্যা


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৯:৪১ পিএম
বাগেরহাটে পৃথক ঘটনায় দুজনকে হত্যা

বাগেরহাটে জমি নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়ন এবং কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের নগেন্দ্র নাথ গাইনের ছেলে ক্ষিতিশ চন্দ্র গাইন (৭০) এবং কচুয়ার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামের আফসার শেখের ছেলে আব্দুল গাফফার শেখ (৬০)।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে খলিশাখালী গ্রামের আব্দুল গফফার শেখের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে গাফফারকে পিটিয়ে আহত করে চলে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে গফফার মারা যান।

অন্যদিকে চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের চর বড়বাড়িয়া গ্রামের নগেন্দ্র নাথ গাইনের সঙ্গে প্রতিবেশী সাকিনুর শেখের জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

বুধবার দুপুরে জমির বিরোধ মিটমাট করতে দুই পক্ষের লোকজন সভায় বসেন। মিটমাট শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ সাকিনুর শেখ দেশি অস্ত্র দিয়ে ক্ষিতিশ গাইনের গলায় আঘাত করে পালিয়ে যান। গুরুতর অবস্থায় ক্ষিতিশ গাইনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিহতদের ময়নাতদন্ত করা হবে।

Link copied!