• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল ছোট ভাইয়েরও


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৭:৫৩ পিএম
বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে প্রাণ গেল ছোট ভাইয়েরও

শরীয়তপুরে বড় ভাই জাহাঙ্গীর শিকদারের মৃত্যুর খবর শুনে মারা গেছেন ছোট ভাই মোহাম্মদ আলী। এমন ঘটনায় শোকের মাতম নেমেছে পুরো এলাকায়।

বুধবার (১৩ নভেম্বর) ভোরে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার (৪৫) ও মোহাম্মদ আলী (৪২) খায়েরচর গ্রামের নুরুল হক শিকদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, জাহাঙ্গীর শিকদার পেশায় একজন বাসচালক। মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে বড় ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরের খাগদী এলাকার একটি মাদ্রাসায় বসে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদ্রাসাশিক্ষক হাফেজ মোহাম্মদ আলীও। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে দুই ভাইয়ের এমন মৃত্যুর খবর পেয়ে এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া।

নিহতের ছোট ভাই কানন শিকদার বলেন, “আমরা ৬ ভাই। আমাদের ভাইদের একে অপরের সঙ্গে খুব ভালো সম্পর্ক। গতকাল রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে তাকে নিয়ে বাড়ি ফিরে সকল আত্মীয়দের খবর দিই। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আরেক ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও ইন্তেকাল করেন। বড় দুই ভাইয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছি না।”

নিহতদের মামা জব্বর তালুকদার বলেন, “ভাইদের মধ্যে এতোটাই মহব্বত ছিল, যেকোনো অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করত। আজ বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেল, এটা আসলে মেনে নেওয়া আমাদের জন্য কষ্টকর। তাদের দুজনকে জানাজা শেষে পাশাপাশি দাফনের প্রস্তুতি চলছে।”

বিষয়টি নিয়ে শরীয়তপুর আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি এলিম পাহাড় বলেন, “জাহাঙ্গীর আমাদের সুপার সার্ভিস পরিবহনের চালক ছিলেন। আমাদের সবার সঙ্গে সুসম্পর্ক ছিল। ভোরবেলা ওর মরদেহ বাড়িতে পৌঁছে দিই, এর কিছুক্ষণ পর জানতে পারি তার মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেছেন। জীবনের প্রথম দেখলাম ভাইয়ের মৃত্যুর খবরে আরেক ভাইও মারা গেলেন। আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!