• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

অবশেষে অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৪:২০ পিএম
অবশেষে অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা
শ্রমিকদের আন্দোলন। ছবি : সংগৃহীত

অবশেষে ৫২ ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেছেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা। বকেয়া বেতন পরিশোধে কর্তৃপক্ষের আশ্বাসের পর সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা। এরপর যানচলাচল শুরু হয়।

এদিকে শ্রম মন্ত্রণালয়ের সচিবের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম নর্থ) নাজির আহম্মেদ।

এর আগে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন শুরু করে  গাজীপুর মহানগরীর মালিকের বাড়ি এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে তাদের সঙ্গে যোগ দেন ওই গ্রুপের ৫টি কারখানার প্রায় ৩ হাজার শ্রমিক।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া শ্রমিকদের আন্দোলন তৃতীয় দিনের মতো আজ সকালেও অব্যাহত থাকলে পরিস্থিতি বিবেচনায় আশপাশের ১২টি কারখানা বন্ধ রাখা হয়।

সোমবার দুপুরে সেনা সদস্যরা এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। বকেয়া বেতন না পেলে সড়ক ছাড়বে না বলে জানিয়ে দেন শ্রমিকরা। গাজীপুর সদরের ইউএনওর মাধ্যমে টেলিফোনে শ্রমিকদের সঙ্গে শ্রম মন্ত্রণালয়ের সচিব কথা বলেন। তাতেও তারা প্রথমে সন্তুষ্ট হয়নি, তাদের প্রতিনিধি পাঠাতে বললেও রাজি হয়নি। পরে শ্রমিকরা শ্রম মন্ত্রণালয়ের সচিবের কথা মেনে নেয়।

টঙ্গী শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন বলেন, ‌‌“শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের উদ্দেশ্যে ব্রিফ করেছেন। সেখানে সদরের ইউএনও, সেনাবাহিনী, মেট্রোপলিটন কমিশনার, শিল্প পুলিশ ও সকল শ্রমিক উপস্থিত ছিলেন।”

Link copied!