• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোহিঙ্গা ক্যাম্পে আগুন


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৭:১৯ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের ২৬ সি ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিস ও রোহিঙ্গাদের প্রচেষ্টায় আধঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মাঝি (নেতা) বদরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিকেলে হঠাৎ করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প ২৬ এর সি ব্লকে আগুনের সূত্রপাত হয়। পরে রোহিঙ্গা ও ফায়ার সার্ভিস সদস্যরা আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর ও ১২টি দোকান পুড়ে গেছে।

বদরুল ইসলাম আরও জানান, আগুন নিয়ন্ত্রণে না এলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তবে কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বলে তিনি জানান।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহযোগিতা করে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!