• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৩:০৮ পিএম
শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী রাস্তা অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার বাসের যাত্রী ও পথচারীরা।

শিক্ষার্থীরা জানায়, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ চন্দ্র রায়কে অ্যাডভোকেট জসিম উদ্দিন ও সাবেক সেনাকর্মকর্তা আনিসুর রহমান বাদলের নেতৃত্বে মারধর ও লাঞ্ছিত করা হয়। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন। এসময় দোষীদের দ্রুত বিচারের দাবি জানান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খানসহ সেনাবাহিনী, র্যাব-১৪ ও ভালুকা মডেল থানা পুলিশের সদস্যরা। পরে দোষিদের আইনের আওতায় এনে বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে বিদ্যালয়ে ফিরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!