• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

অস্ত্র নিয়ে টিকটক, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০১:৩০ পিএম
অস্ত্র নিয়ে টিকটক, যুবদল নেতাসহ গ্রেপ্তার ৫

নোয়াখালী সদর উপজেলায় থেকে ৫ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে ২টি পাইপগান, ১টি রামদা, ২টি ছুরি, ৩টি বাটন মোবাইল ও ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নোয়াখালী সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, এ দিন ভোরে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সদর উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল কালাম ওরফে কালন ও তার অনুসারী একই ইউনিয়নের মেহরাজ (৪৬), মো. লিটন (৩২), মো.সাদ্দাম (২৬) আবির মিয়া (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু দিন আগে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কালন তার কয়েকটি অবৈধ আগ্নেয়াস্ত্র অনুসারীদের কাছে রাখতে দিয়েছিলেন। পরে তার অনুসারীরা ওই আগ্নেয়াস্ত্র নিয়ে টিকটক ভিডিও তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীসহ স্থানীয়দের নজরে এলে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজভী বলেন, “তাকে গ্রেপ্তারের বিষয়টি শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই।”    

নোয়াখালী সেনাক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অস্ত্র-মাদকসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। 

Link copied!