• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী-মেয়ে


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৫:২২ পিএম
নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী-মেয়ে
জেলার মানচিত্র

কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আলী আকবরডেইল ইউনিয়নের শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুর আকতার সওদাগরের স্ত্রী রুনা আকতার ও ৬ বছরের মেয়ে জারিয়া আকতার।

স্থানীয়দের বরাতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন জানান, শুক্রবার দুপুরে নুর আকতার স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে বাড়ি ফিরে কারও কোনো সাড়া শব্দ না পেয়ে রান্নাঘরে খোঁজ নিতে যান। সেখানে গিয়ে দেখেন স্ত্রী ও মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাদের গলা কেটে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তাদের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরমান হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, জুমার নামাজের সময় দুর্বৃত্তরা মা ও মেয়েকে হত্যা করে পালিয়ে যায়। তবে কে বা কারা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Link copied!