• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিরাজগঞ্জে ঢাকা কমিউটার ট্রেন লাইনচ্যুত


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৯:৩৯ পিএম
সিরাজগঞ্জে ঢাকা কমিউটার ট্রেন লাইনচ্যুত
ঢাকা কমিউটার ট্রেন। ছবি : প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দের জামতৈল রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে রাজশাহীগামী ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনের ইঞ্জিন ও সামনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে আপাতত ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জামতৈল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, “ঢাকা কমিউটার (ফাইভ ডাউন) ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। ট্রেনটি জামতৈল স্টেশনে বিরতি দিয়ে আগানো মাত্রই ট্রেনের ইঞ্জিন ও সামনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কেউ হতাহত হননি।”

স্টেশন মাস্টার বলেন, “ট্রেনটির চালক আমাদের সংকেত (সিগন্যাল) না মেনেই ট্রেনটি চালু করেন। পরে আমি দৌড়ে যেতে যেতেই ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। মূলত চালক সংকেত (সিগন্যাল) না মানার কারণেই এটা হয়েছে।”

ইসমাইল হোসেন আরও বলেন, “এ ঘটনার পর থেকে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসবে এটাকে উদ্ধারের জন্য। এরপর ট্রেনের ইঞ্জিন ও বগিটি উদ্ধার করা হবে।”

Link copied!