• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বাংলাদেশি জলসীমায় প্রবেশ, ৪৩ ভারতীয় জেলে আটক


বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০২:০৮ পিএম
বাংলাদেশি জলসীমায় প্রবেশ, ৪৩ ভারতীয় জেলে আটক

বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে পৃথক অভিযানে দুটি ট্রলারসহ ৪৩ জন ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। এদের মধ্যে নৌবাহিনী ৩২ জনকে এবং কোস্টগার্ড ১১ জনকে আটক করে।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে ভারতীয় ৩২ জেলেকে বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী।

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরে বাংলাদেশ সীমায় অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। তবে আটক জেলেদের বিস্তারিত নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাগেরহাটের মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গভীর বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় নিয়মিত টহল দেওয়ার সময় ভারতীয় এফবি অভিজিত ও এফবি নারায়ণ নামে দুটি ফিশিং ট্রলার বাংলাদেশ জলসীমায় ঢুকে মাছ ধরতে দেখতে পায় নৌবাহিনী ও কোস্টগার্ড। পরে তারা সেখানে গিয়ে অবৈধভাবে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে দুটি ফিশিং ট্রলারসহ মোট ৪৩ জন ভারতীয় জেলেকে আটক করে।

ওসি আরও বলেন, এরমধ্যে নৌবাহিনী ৩২ জনকে এবং কোস্টগার্ড ১১ জনকে আটক করে। নৌবাহিনী এরই মধ্যে ৩২ জনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। কোস্টগার্ডের হাতে আটক ১১ জনকে এখনো আমাদের কাছে দেওয়া হয়নি। এই ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মোংলা থানায় মামলা করবে সংশ্লিষ্টরা। মামলার পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!