• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

এইচএসসিতে ফেল করায় পরিবারের বকাঝকা, যুবকের আত্মহত্যা


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০১:২৯ পিএম
এইচএসসিতে ফেল করায় পরিবারের বকাঝকা, যুবকের আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করায় জামালপুরের মেলান্দহ উপজেলায় মো. তারেক আহমেদ (২২) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিজ বাড়িতে গলায় রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে দাবি করেছেন তার পরিবার।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

তারেক ওই এলাকার মো. চান মিয়ার ছেলে। মেলান্দহ সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন তিনি।

ওই শিক্ষার্থীর স্বজনেরা জানান, মঙ্গলবার ফলাফল প্রকাশিত হওয়ার পর একটি কম্পিউটারের দোকানে গিয়ে নিজের ফলাফল দেখতে গিয়ে ফেল করার বিষয়টি জানতে পারেন তারেক। পরে পরিবার বিষয়টি জানলে তাকে বকাঝকা করে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। 

বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজের থাকার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে তারেক। পরে তার ছোটবোন তানজিলা (১১) বিষয়টি দেখতে পেয়ে তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন গিয়ে মরদেহ নামিয়ে রাখে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মেলান্দহ থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মাসুদুজ্জামান জানান, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন তারেক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল তৈরির পর যথাযথ আইনি ব্যবস্থায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!