• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

সোনাহাট স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪, ০৪:২৯ পিএম
সোনাহাট স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

কুড়িগ্রামের সীমান্তবর্তী ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর দিয়ে ছয় দিন আমদানি রপ্তানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ ছুটি ঘোষণা করা হয়।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সোনাহাট স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোনাহাট স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ৯ থেকে ১৪ অক্টোবর মোট ছয় দিনের ছুটি ঘোষণা করছে বন্দর কর্তৃপক্ষ। এসময় আমদানি রপ্তানিসহ সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে আমদানি-রপ্তানি শুরু হবে।

স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আব্দুর রাজ্জাক বলেন, সোনাহাট স্থলবন্দর টানা ছয়দিন বন্ধ থাকবে। এসময় পণ্য খালাসসহ সব ধরনের কাজ বন্ধ থাকবে। ১৫ অক্টোবর থেকে বন্দরে কাজ চালু হবে।

বন্দরের সহকারী পরিচালক মোহাম্মদ রহুল আমীন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোট ছয় দিন সোনাহাট স্থল বন্দরে ছুটি থাকছে। এব্যাপারে একটি চিঠি ইস্যু করা হয়েছে।

Link copied!