• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাবেক রেলমন্ত্রীকে গ্রেপ্তার করলে পুরস্কার দেবেন আ.লীগ নেতা


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০৯:১৩ এএম
সাবেক রেলমন্ত্রীকে গ্রেপ্তার করলে পুরস্কার দেবেন আ.লীগ নেতা

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করা হলে ২ লাখ টাকা পুরস্কার দেবেন ফ্রান্সপ্রবাসী এক আওয়ামী লীগ নেতা। ওই নেতার নাম আশরাফুল ইসলাম। 

বুধবার (২ অক্টোবর) রাতে তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করে এ ঘোষণা দেন। তিনি ফ্রান্স আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

আশরাফুল ইসলাম তার ফেসবুক পোস্টে লিখেছেন, “রাজশাহী, নোয়াখালী, কুমিল্লা, পাবনা, সিলেটের এমপি, মন্ত্রী গ্রেপ্তারের নিউজ চাই না। র‍্যাব, ডিবি রাজবাড়ীর সাবেক চোর দুর্নীতিবাজ রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গ্রেপ্তার করতে পারলে র‍্যাব, ডিবিকে ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে আমার পক্ষ থেকে।”

দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করলেও নিজ জেলা রাজবাড়ীর রাজনীতি ও রাজনৈতিক নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে আলোচনা-সমালোচনা করে পোস্ট দিতেন আশরাফুল ইসলাম।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ফ্রান্সপ্রবাসী সাবেক আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম এর আগে রাজবাড়ী জেলায় মাদক চোরাচালান ও সন্ত্রাসী চাঁদাবাজদের গ্রেপ্তারে ভূমিকা নেওয়ায় জেলা পুলিশকে ৫০ হাজার টাকা পুরস্কার দেন। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী শহর ও দৌলতদিয়া ঘাটের সিসি ক্যামেরা পুনঃস্থাপনের জন্য পুলিশ সুপারকে কয়েক লাখ টাকার সরঞ্জাম কিনে দিয়েছিলেন। জেলার বাল্যবিবাহ রোধে প্রশাসনের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বাল্যবিবাহ বন্ধে সংবাদদাতাকে ৫ হাজার টাকা করে পুরস্কার দিয়েছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার ছেলে আশিক মাহমুদ মিতুলসহ তাদের সন্ত্রাসী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে তিনটি ও বালিয়াকান্দি থানায় একটি মামলা হয়েছে। এসব মামলায় অপহরণ, নির্যাতন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। তবে এখন পর্যন্ত জিল্লুল হাকিম ও তার ছেলে গ্রেপ্তার হননি।

Link copied!