• ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০, ১০ রমজান ১৪৪৬

চট্টগ্রামে নেপালি উড়োজাহাজের জরুরি অবতরণ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ০৯:২১ এএম
চট্টগ্রামে নেপালি উড়োজাহাজের জরুরি অবতরণ

১৫০ জন যাত্রী নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাওয়ার পথে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে নেপাল এয়ারলাইনসের একটি ফ্লাইট।

বিমানবন্দরের পরিচালক জানান,  হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় বুধবার (৩০ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামের  বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার তসলিম আহম্মেদ জানান, 
নেপাল থেকে বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের উদ্দেশে রওনা করে। ১৫০ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। জরুরি অবতরণ করায় সব যাত্রী নিরাপদে রয়েছেন।

উইং কমান্ডার তসলিম আহম্মেদ আরও জানান, বিমানটি ত্রুটিমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে সমাধান করছে। সব ঠিক থাকলে ফ্লাইটটি আবারও ব্যাংককের উদ্দেশে রওনা করবে।

Link copied!