• ঢাকা
  • শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩০, ৩০ শা'বান ১৪৪৬

দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর


ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০৬:২৮ পিএম
দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশীর

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে প্রাণ হারালেন সুফী শেখ (৩২) নামের এক প্রতিবেশী। এসময় আহত হয়েছেন আরও ৩ জন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে। নিহত সুফী শেখ ওই গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

স্থানীয় সজিব হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে ওই গ্রামের মোবারক জোয়াদ্দারের ছেলে ইদ্রিস আলীর সঙ্গে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমি দখল করতে যান ইদ্রিস আলী। সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের মাঝে মারামারি শুরু হয়।

একপর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করেন ইদ্রিস আলী। সেখান থেকে তাদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফী শেখের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে দুপুর ১২টার দিকে সুফী মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

Link copied!