নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের অনুসারী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার দিনব্যাপী উপজেলার জাহাজমারা ইউনিয়নে বিভিন্ন এলাকাতে পথসভা ও উঠান বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। ইফতারের আগে তিনি পথসভা শেষ করে জাহাজমারা বাজারে একটি শান্তিপূর্ণ মিছিল শুরু করে। মিছিল চলাকালীন কৃষক দল নেতার ওপর হামলার প্রতিবাদে জাহাজমারা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জাহাজমারা বাজারে একটি মিছিল বের করে। ওই সময় দুটি মিছিল মুখোমুখি হলে উভয় দলের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে বিএনপির মিছিল থেকে হান্নান মাসউদের মিছিলে হামলা করে। এতে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে মাসউদ তার দলীয় নেতাকর্মীদের নিয়ে রাস্তায় বসে পড়েন। এ সময় তিনি হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। এভাবে ২ ঘণ্টা হান্নান মাসউদ রাস্তা অবরোধ করে রাখলে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে তাদের ধাওয়া দেয়। এসময় তাদের মধ্যে হান্নান মাসউদের মাথায় ইট পড়ে তিনি আহত হন।
হাতিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, “সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসউদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজনা দেখা দেয়।”
এ বিষয়ে জানতে জাতীয় নাগরিক পাটি (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের ফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজমল হুদা বলেন, “সোমবার জাহাজমারা বাজারে হাটবারের দিন ছিল। এনসিপির নেতাকর্মীরা রাস্তায় বসে পড়লে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়। এতে লোকজন বিরক্ত হয়। একপর্যায়ে সবাই মিলে তাদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। যখন হান্নান মাসউদ ও তার নেতাকর্মীরা রাস্তা থেকে সরে নাই, তখন বিএনপির নেতাকর্মীরা লোকজন জড়ো করে হামলা করে। এ ঘটনায় ২ গ্রুপের আনুমানিক ১০ জন আহত হয়েছেন।”