• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

নালায় পড়ে নিখোঁজ শিশুর উদ্ধারে নৌবাহিনীর ‘অভিযান’


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৫, ০৮:৪৫ এএম
নালায় পড়ে নিখোঁজ শিশুর উদ্ধারে নৌবাহিনীর ‘অভিযান’
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের চকবাজারে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে নিখোঁজ হওয়া ছয় মাসের শিশু চেহরিসকে উদ্ধারে অভিযান চালাচ্ছে নৌবাহিনী। শনিবার সকালে নৌবাহিনীর বিশেষ ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে ‘চিরুনি অভিযান’ শুরু করে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট শেখ মোহাম্মদ বেলাল হোসেন।

শেখ মোহাম্মদ বেলাল হোসেন বলেন, বৃষ্টি হচ্ছে। পাশাপাশি জোয়ারের কারণে নালায় পানিও বেশি। ধারণা করা হচ্ছে, শিশুটি যেখানে পড়েছে সেখান থেকে অন্য কোথাও ভেসে গেছে।

এর আগে, শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলার নবাব হোটেলের পাশের হিজরা খালের নালায় শিশুটি নিখোঁজ হওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করে সিটি করপোরেশন ও ফায়ার সার্ভিসের সদস্যরা। রাতভর এই অভিযানে তাদের সঙ্গে নৌবাহিনীর একটি ডুবুরি দলও ছিল।

শিশুটির মামা মারূফ জানান, আসাদগঞ্জ থেকে চেহরিসকে নিয়ে তার মা ও দাদি তার (মারূফ) বাসায় বেড়াতে আসছিল। বাড়ির কাছে এসে রাস্তায় পানি থাকায় রিকশা নেয় তারা। কিন্তু নালার পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলার কারণে তারা রিকশা নিয়ে পড়ে যায়। পরে চেহরিসের মা সালমা ও দাদি আয়েশাকে উদ্ধার করা গেলেও চেহরিস নিখোঁজ রয়েছে।

Link copied!