নছিমন-বাইসাইকেলের সংঘর্ষ, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৩:৪২ পিএম
নছিমন-বাইসাইকেলের সংঘর্ষ, মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
ঘটনাস্থল। ছবি : প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নছিমন গাড়ি ও বাইসাইকেল সংঘর্ষে হুজাইফা আলিফ মন্ডল (১২) নামে মাদ্রাসাপড়ুয়া এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় নসিমন গাড়িটি পুলিশ আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এ ঘটনা ঘটে।

হুজাইফা আলিফ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের একলাছের ছেলে এবং শালদাইর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গোবিন্দাসী থেকে বাইসাইকেল চালিয়ে শিশুটি বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সে বাগবাড়ী এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে আসা একটি বাঁশবোঝাই নসিমন ও বাইসাইকেল সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে ছিট পড়ে ঘটনাস্থলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুটির মরদেহ হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!