সাভারে ইউসুফ (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ইউসুফ ট্রাকের হেলপার। তিনি ফরিদপুর এলাকার বাসিন্দা। সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরে একটি বাড়িতে ভাড়া থাকতেন
পুলিশ জানায়, শনিবার রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের যাদুরচর থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়েছে। মূলত একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
সাভার মডেল থানার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম সবুজ বলেন, “নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ওই যুবককে হত্যা করা হয়েছে কি না তা তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।