সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিহীতগুপ্ত চৌধুরী বাবলা নামের এক কাউন্সিলর প্রার্থী। তিনি ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন।
বুধবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটায় সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিহীতগুপ্ত বলেন, সময় স্বল্পতার কারণে সব ভোটারের ঘরে ঘরে আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না। তাই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।
বিহীতগুপ্ত চৌধুরী আরও বলেন, “আমার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে প্রিয় ওয়ার্ডবাসী মারাত্মকভাবে মর্মাহত হবেন। তাদের হৃদয়ে রক্তক্ষরণ হবে। এরপরও আমি বলতে চাই, আপনারা এই ভেবে স্বস্তি পেতে পারেন, আপনাদের বাবলা কোনো চাপ কিংবা লোভে পড়ে নয়, নীতি-নৈতিকতার প্রশ্নে আপসহীন থেকে এ কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আশা করি, আমার প্রাণপ্রিয় ওয়ার্ডবাসী আমাকে ভুল বুঝবেন না।”
এ সময় তিনি ওয়ার্ডের টানা চারবারের বর্তমান কাউন্সিলর আজাদুর রহমান আজাদকে ভোট দিয়ে ফের নির্বাচিত করার জন্য ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
বিহীতগুপ্ত চৌধুরী সরে দাঁড়ালেও ২০ নম্বর ওয়ার্ডে মো. আজাদুর রহমান আজাদ, মিঠু তালুকদার ও শুভ্র চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ২১ জুন এ সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।