• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

মসজিদের চালে গাছ পড়ে মুসুল্লি আহত


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৩, ০৯:১৬ পিএম
মসজিদের চালে গাছ পড়ে মুসুল্লি আহত

বরগুনার বেতাগী উপজেলার জুমার নামাজের সময় মসজিদের চালে গাছ পড়ে কয়েকজন মুসুল্লি আহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার শরিষামুড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালিকাবাড়ির ফকির হাট জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় মিধিলার প্রভাবে বাতাসে মসজিদের পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে। এ সময় মসজিদের ভেতরে থাকা ৫/৬ জন মুসুল্লি আহত হন।

এ ব্যাপারে শরিষামুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমাম হোসেন শিপন জমাদ্দার বলেন, “কালিকাবাড়ি এলাকার ফকিরহাট জামে মসজিদে জুমার নামাজ চলাকালীন গাছের ডাল পড়ে বেশ কিছু মুসুল্লি আহত হয়েছেন। দুর্ঘটনার সংবাদ পেয়ে আহতদের খোঁজ-খবর নিয়েছি।”

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আহমেদ বলেন, “মসজিদে গাছের ডাল পড়ে আহতের বাড়ি-বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছি। মসজিদটি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদটি সংস্কারের জন্য সহায়তা প্রদান করা হবে।”

Link copied!